৩ মার্চ ২০২৪ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্ত্বরে জাসদের সাবেক নেতা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম লিটল কমরেডকে ফুল দিয়ে বিদায় শ্রদ্ধা জানান জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি আফরোজা হক।
এ সময়ে তাদের সাথে ছিলেনজাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকতাদির, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোহম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট- বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলম, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাসদ ঢাকামহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, জাসদ ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি চন্দ্রনাথ পাল, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোরায়েদ সাদী প্রমুখ।
শুরু ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধির উপস্থিতিতে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাসদ, শ্রমিক জোট, বঙ্গবন্ধু পরিষদ, ঢাকাবিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগ, রোকেয়া হল এ্যালমনাই এ্যাসেসোয়িশন, সহোযাত্রী, বাংলাদেশ জাসদ, জেএসডি সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আপনার মতামত লিখুন :