সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় জাতীয় ঐক্যের বদলে বিভেদ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশকে তাঁবেদারমুক্ত রাখতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের ঐক্য। কিন্তু সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থায় সেই ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরি হতে পারে।’
তিনি জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের পাশাপাশি ফ্যাসিস্টদের বিচারের কার্যক্রম শুরু করেছে এবং রাষ্ট্র ও রাজনীতির সংস্কার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে এবং অধিকাংশই দেশ ও জাতির কল্যাণে উত্তম সংস্কার প্রস্তাব করেছে।’
তবে তিনি বলেন, ‘সব প্রস্তাব বাংলাদেশের বাস্তবতায় কতটা উপযোগী, তা গভীরভাবে বিবেচনার প্রয়োজন রয়েছে। বিশেষ করে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রস্তাব নিয়ে আরও চিন্তা-ভাবনা করা উচিত।’
আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ।
আপনার মতামত লিখুন :