বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রুপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৬:৩৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

রুপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৬:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক, আকতার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী জাতীয় নাগরিক কমিটি। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদমিনারে ৫৫ সদস্যকে নিয়ে আত্মপ্রকাশ করে এই কমিটি।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করতেই এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে এখনই এই প্ল্যাটফর্মটি রাজনৈতিক দল গঠন করবে না। তারা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লিয়াজোঁ হিসেবে কাজ করবে। তবে তরুণরা প্রয়োজন মনে করলে পরবর্তীতে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয়া হতে পারে। জেলা, উপজেলা ও থানা পর্যায়ে তরুণদের নিয়ে কমিটি গঠন করা হবে বলেও জানা গেছে।

কমিটিতে রয়েছেন–

১। আহ্বায়ক- মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, ২। সদস্য সচিব- আখতার হোসেন, ৩। মুখপাত্র- সামান্তা শারমিন, ৪। আরিফুল ইসলাম আদীব, ৫। সাইফ মোস্তাফিজ, ৬। মনিরা শারমিন, ৭। নাহিদা সারোয়ার চৌধুরি, ৮। সারোয়ার তুষার, ৯। মুতাসিম বিল্লাহ, ১০। আশরাফ উদ্দিন মাহদি, ১১। আলাউদ্দিন মোহাম্মদ, ১২। অনিক রায়, ১৩। জাবেদ রাসিন, ১৪। মো. নিজাম উদ্দিন, ১৫। সাবহানাজ রশীদ দিয়া, ১৬। প্রাঞ্জল কস্তা, ১৭। মঈনুল ইসলাম তুহিন, ১৮। আব্দুল্লাহ আল আমিন, ১৯। হুযাইফা ইবনে ওমর, ২০। শ্রবণা শফিক দীপ্তি, ২১। সায়ক চাকমা, ২২। সানজিদা রহমান তুলি, ২৩। আবু রায়হান খান, ২৪। মাহমুদা আলম মিতু, ২৫। অলিক মৃ, ২৬। সাগুফতা বুশরা মিশমা, ২৭। সৈয়দ হাসান ইমতিয়াজ, ২৮। তাসনিম জারা, ২৯। মোহাম্মদ মিরাজ মিয়া, ৩০। মো. আজহার উদ্দিন অনিক।

৩১। মো. মেসবাহ কামাল, ৩২। আতাউল্লাহ, ৩৩। এস. এম. শাহরিয়ার, ৩৪। মানজুর- আল- মতিন, ৩৫। প্রীতম দাশ, ৩৬। তাজনুভা জাবীন, ৩৭। অর্পিতা শ্যামা দেব, ৩৮। মাজহারুল ইসলাম ফকির, ৩৯। সালেহ উদ্দিন সিফাত, ৪০। মুশফিক উস সালেহীন, ৪১। তাহসীন রিয়াজ, ৪২। হাসান আলী খান, ৪৩। মো. আব্দুল আহাদ, ৪৪। ফয়সাল মাহমুদ শান্ত, ৪৫। মশিউর রহমান, ৪৬। আতিক মুজাহিদ, ৪৭। তানজিল মাহমুদ, ৪৮। আবদুল্লাহ আল মামুন ফয়সাল, ৪৯। মো. ফারহাদ আলম ভূঁইয়া, ৫০। এস.এম. সুজা, ৫১। মো. আরিফুর রাহমান, ৫১। কানেতা ইয়া লাম লাম, ৫২। সৈয়দা আক্তার, ৫৩। স্বর্ণা আক্তার, ৫৪। সালমান মুহাম্মাদ মুক্তাদির, ৫৫। আকরাম হুসেইন।

আরবি/এফআই

Link copied!