মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী ও নাটোর জেলার তিন মেধাবী শিক্ষার্থীকে উপহার হিসেবে বই, কঙ্কাল, অ্যাপ্রোন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম নাটোরের লালপুর উপজেলার কাজীপাড়া গ্রামে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হওয়া প্রার্থনা খাতুনের বাড়িতে এসব উপহার তুলে দেন। পরে, রাজশাহীর চারঘাট উপজেলায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হওয়া মো. নীরব আলীর জন্য একই উপহার দেন। সন্ধ্যায় বাঘা উপজেলায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়া আরেক শিক্ষার্থীর বাড়িতেও এসব শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হয়।
এসময় ডা. রফিক বলেন, "নো পলিটিক্স" এর নামে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। অথচ ছাত্ররাজনীতিই বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক পরিবর্তনের চালিকা শক্তি ছিল। ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচার পতন কিংবা ২৪-এর জুলাই অভ্যুত্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি আরও বলেন, লেজুরবৃত্তিক রাজনীতির নামে সন্ত্রাস কায়েম করে ছাত্ররাজনীতিকে নিষিদ্ধ করার চেষ্টা আসলে মৌলবাদকে উসকে দেওয়ার শামিল। সুস্থ ও প্রতিযোগিতামূলক ক্যাম্পাস গড়তে মুক্ত ছাত্ররাজনীতি অপরিহার্য। ছাত্ররাজনীতি বন্ধ থাকলে গুপ্ত সংগঠনগুলোর কর্মকাণ্ড বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য করেন তিনি।
আপনার মতামত লিখুন :