এখনই নির্বাচন না দেওয়ার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক সম্মেলনে বলেছেন, দেশে সংস্কারের কাজ পরিপূর্ণভাবে শেষ না করে নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সম্মেলন হয়।
তিনি বলেন, ‘সংস্কার সম্পূর্ণ না করে নির্বাচন দিলে তা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। আবার পেশিশক্তি ও কালো টাকার ছড়াছড়ি হবে। তাই চব্বিশের অর্জনকে ধরে রাখতে হলে পরিপূর্ণ সংস্কারের পরেই নির্বাচন দেওয়া উচিত।’
দেশে দুর্নীতি রোধে কঠোর আইন প্রনয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করীম বলেন, `বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিযুক্ত আমলারা দেশের বিভিন্ন সেক্টরে এখনও পরিকল্পিতভাবে লাগামহীন দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তাই দুর্নীতি বন্ধ করতে হলে বর্তমান সরকারের উচিত প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।
তিনি বলেন, যেখানে দুর্নীতি হবে সেখানেই প্রশাসন বা দায়িত্বশীল ব্যক্তিদের চাকরিচ্যুত করতে হবে। শোকজ বা বদলি করলে হবে না। সরাসরি চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তাহলে এক মাসের মধ্যে দেশে দুর্নীতি-অপরাধ সব বন্ধ হয়ে যাবে। তাই সরকারকে কঠোর আইন প্রনয়ন করতে হবে।

 
                            -20250206004821.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন