জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি)এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘৫ আগস্টেও সেনাবাহিনী ছাত্র-জনতার পাশে ছিলো। তারা কোনোদিন জনসাধারণের বিরুদ্ধে যাবে না। এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সে প্রতিষ্ঠানকে নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দাঁড় করানো যাবে না, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।’
সোমবার (২৪ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যসহ সব শ্রেণিপেশার মানুষের সম্মানে ইফতার এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
এ আলোচনা সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সেনাবাহিনী এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। ৫ আগস্ট ছাত্র-জনতার সঙ্গে মিশে আওয়ামীবিরোধী অবস্থান নিয়েছিলো তারা। কাজেই আমি তাদের অনুরোধ করবো, আপনারা জনগণের বিরুদ্ধে কখনও অবস্থান নেবেন না। রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই, আওয়ামী লীগ যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিলো, আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের সহযোগিতায় ওই প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো আমরা।
তিনি বলেন, গত দেড় দশকে দেমে যে জুলুম হয়েছে, ডামি নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে হয়েছে সে সময় কোনো জেনারেল বা সচিবকে পদত্যাগ করতে দেখা যায়নি। বাংলাদেশে আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে দেশের মানুষকে সঙ্গে নিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে জনমানুষের প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখার আহ্বায়ক মো. মনিরুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ ও সংগঠক ডা. আশরাফুল আলম সুমন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হান্নান।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন