বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদের সহযোগী বিচারকদেরও বিচার হওয়া উচিত। এদের বিচার নিশ্চিত করলে ভবিষ্যতে কেউ কোনো আদালতকে ব্যবহার করে অশুভ ইচ্ছা ও অগণতান্ত্রিক নির্যাতন-নিপীড়ন চালানোর সাহস পাবে না।’
শনিবার (২৬ এপ্রিল) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এ আলোচনা সভা আয়োজন করে।
রিজভী বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে যারা সাহায্য করেছেন, তাদের অন্যতম হচ্ছেন আদালতের কিছু বিচারক। বিচারপতি খায়রুল হক, বিচারপতি এনায়েতুর রহিম, বিচারপতি আসাদুজ্জামানসহ অনেকেই এর উদাহরণ।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে নির্দোষ সেই নারী—যিনি জনগণের পক্ষে নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে গেছেন, শত নিপীড়ন–নির্যাতন সয়েও দেশ ও মাটিকে ছাড়েননি—তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন বিচারপতি আসাদুজ্জামান। তাহলে এ ধরনের বিচারকরা কেন শাস্তির আওতায় আসবেন না?’
বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা আট মাস পার হয়ে যাওয়ার পরও আদালতের তাকেই পড়ে থাকার কথা নয়। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।’
রিজভী আরও বলেন, ‘ফ্যাসিবাদের সহযোগী বিচারকদেরও বিচারের আওতায় আনতে হবে। আমরা ন্যুরেমবার্গ ট্রায়ালে দেখেছি, হিটলারের সময়কার বিচারকদেরও বিচার হয়েছে। আজ শেখ হাসিনার আমলের ফ্যাসিবাদকে যারা দীর্ঘায়িত করেছেন, তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন বলেন, ‘পৃথিবীতে এমন অনেক দেশ আছে, যেখানে মোট জনসংখ্যাই ৬০ লাখ নয়। অথচ, বাংলাদেশে বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ।
সভায় আরও বক্তব্য দেন, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সদস্যসচিব ফরিদ উদ্দিন আহমেদ।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন