ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

আবদুল হামিদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০১:৫৭ পিএম
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । ছবি: সংগৃহীত

ফ্যাসিস্টের দোসর সাবেক রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলেন তা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে তার দেশত্যাগ নিয়ে পাওয়া যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য। 

দেশের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ জানুয়ারি এক গোপনীয় জরুরি বার্তায় বদুল হামিদসহ ৪৫ জনের একটি তালিকা পাঠিয়ে তাদের দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন কিশোরগঞ্জের ডিএসবির পুলিশ সুপার।

রাজধানীর রাজারবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) সদর দপ্তরে পাঠানো গোপনিয় ওই চিঠির স্মারক নম্বর ৪৫০। 

চিঠিতে বলা হয়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে কিশোরগঞ্জ জেলায় রুজু হওয়া গুরুত্বপূর্ণ মামলায় এসব আসামির বিদেশ গমনাগমন রোধের প্রয়োজনীয়তা আছে।

এ চিঠি দেওয়ার পর আবদুল হামিদের দেশত্যাগের কোনো সুযোগ থাকার কথা না।

কিন্তু রহস্যজনক কারণে এসবির ইমিগ্রেশন শাখায় এ-সংক্রান্ত কোনো নির্দেশনা অদ্যাবধি যায়নি।

এ প্রসঙ্গে এসবি প্রধানসহ সিনিয়র কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের এক মামলায় আবদুল হামিদকে আসামি করার প্রেক্ষাপটে তার দেশত্যাগে এই নিষেধাজ্ঞা চাওয়া হয়।