রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল করেছেন। এ সময় ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ মে) বিকেলে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নামে স্লোগান দিয়ে মিছিল করেছিল তারা ৷ এ সময় পুলিশি অভিযানে ১১ জনকে আটক করা হয়।’
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :