ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বাংলাদেশেই ছিলাম তিন মাস : ওবায়দুল কাদের

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৪:৪৮ পিএম
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি- সংগৃহীত

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল-এর নির্বাহী সম্পাদক অমল সরকারকে সাক্ষাৎকার দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাক্ষাৎকারে তিনি ৩ মাস দেশে থাকার কথা জানিয়েছেন।

এই তিনমাস তিনি ‘কিছু করার’ ফন্দি আঁটছিলেন বলে জানিয়েছেন। সরকারি কর্মচারী ও গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি বাংলাদেশেই ছিলাম প্রায় তিন মাস। আমার একটা উদ্দেশ্য ছিল- ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা সংগঠিত করা যায় কি না।’

তিনি বলেন, ‘প্রতিদিনই বিভিন্ন জায়গায় শ্রমিক ও কর্মচারীদের অসন্তোষ দেখতাম, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। সেই ক্ষোভ তখন রাস্তায় প্রকাশ পাচ্ছিল। তখন ভাবলাম- এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা সম্ভব কি না। এই ভাবনা-চিন্তাতেই তিন মাস কেটে গেল।’

ওবায়দুল কাদের বলেন, ‘এরপর একে একে সবাই গ্রেপ্তার হচ্ছিল। আমি তো নেত্রীর পরেই ছিলাম। হঠাৎ-ই দেখলাম, প্রায় ২০০টি খুনের মামলায় আমি আসামি। তখন অনেকেই বলছিল- আমি যেন সতর্কভাবে বিদেশে চলে যাই। এখান থেকেও অনুরোধ আসছিল। আমি তখন চিন্তা করলাম, আমার তো বাইপাস সার্জারি হয়েছে, অনেক ওষুধ খেতে হয়- যদি ধরা পড়ি, তখন ওষুধ দেবে কে? এসব চিন্তা করে সিদ্ধান্ত নিলাম দেশ ছাড়ার ।’