বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশেরই নয়, গোটা দক্ষিণ এশিয়ার অন্যতম সৎ ও দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। তার আদর্শ অনুসরণ করলেই দেশ আজকের সংকট থেকে উত্তরণ ঘটাতে পারবে।’
বুধবার (৪ জুন) নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বর্তমান রাজনৈতিক সংকট ও অন্তর্বর্তী সরকারের প্রস্তাবের প্রসঙ্গে দুদু বলেন, ‘সংস্কারের নামে যে অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে, তারাও শেখ হাসিনার মতোই উন্নয়নের ভাষণ দিচ্ছে। যতদিন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত একটি সত্যিকারের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন দেশে ফ্যাসিবাদ থেকে মুক্তি আসবে না এবং চলমান সংকটেরও সমাধান হবে না।’
আন্তর্জাতিক প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ভারত স্বৈরাচারী ব্যবস্থার প্রতীক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আমাদের বিরুদ্ধে দেশটিতে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে। এই চক্রান্ত মোকাবিলায় একটি প্রকৃত নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।’
স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের হাজার হাজার তরুণ রক্ত দিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। সেই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি। তাই আমাদের এমন কোনো বক্তব্য বা আচরণ করা উচিত নয়, যা একতা বিঘ্নিত করতে পারে।’
শেখ মুজিবুর রহমানের শাসনামল নিয়ে সমালোচনা করে দুদু বলেন, ‘চতুর্থ সংশোধনীর মাধ্যমে তিনি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, এমনকি আওয়ামী লীগকেও। তার শাসনামলে দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। অধিকাংশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই দমন-পীড়নের অবসান ঘটিয়ে দেশে রাজনীতির মুক্ত পরিবেশ তৈরি করেছিলেন শহীদ জিয়াউর রহমান।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন