জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে কোরবানি দিয়েচেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। শনিবার (৭ জুন) সকালে নরসিংদীর ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে তিনি কোরবানি দেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদেরও শহীদদের স্মরণে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘জুলাই-অগাস্টের শহীদরা ইতিহাসে নতুন এক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা দেশের মানুষের জন্য উজ্জীবনা সৃষ্টি করেছেন। বাংলার মানুষ আজীবন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’
তিনি বলেন, ‘অপরাধী যতই ক্ষমতাধর হোক না কেন, তার পতন অবধারিত। ইতিহাসের ধারাবাহিকতা এবং শহীদদের আত্মত্যাগ এই সত্যের প্রমাণ।’
মঈন খান বলেন, ‘কারবালায় জিহাদ করতে গিয়ে অনেক সাহসী মুজাহিদ শহীদ হয়েছেন। মুশরিক, ব্রিটিশ ও ইহুদি—এই ত্রিমুখী শক্তির বিরুদ্ধে তারা যে সংগ্রাম করেছেন, তাতে জিহাদ ও কোরবানির চেতনা যুগ যুগ ধরে মুমিনদের জন্য অনুপ্রেরণার স্মারক হয়ে থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন