বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন—ডিসেম্বর মাসের মধ্যে ভোট হলে ভালো হয়। আমরা মনে করি, আপনারা (সরকার) নতুন করে বিবেচনায় নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত করলে দেশের মানুষ আর তা সহ্য করবে না।’
রোববার (৮ জুন) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ নং ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সড়কুতিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘২০-২২ বছর ধরে মানুষ ক্লান্ত। শুধু একটি ভোটের অধিকার অর্জনের জন্য তারা লড়ছে। বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি—ভোট যেন এমন সময়ে হয়, যখন মানুষ নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে। মার্চ মাসে রোজা, এপ্রিল মাসে বর্ষা—এই সময়ে মা-বোনেরা ও সাধারণ মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না।’
‘আমরা চাই, ভোট এমন এক সময়ে হোক—যখন মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারে। ভোট হোক আনন্দের, হোক উৎসবের। সেই সময়টা হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি। তাই এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি’, যোগ করেন দুলু।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল এবং ১ নং ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোত্তালিব হোসেন প্রমুখ।

 
                            -20250608215608.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন