শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৫:৩১ পিএম

চুন্নুকে সরিয়ে শামীমকে জাপার মহাসচিব নিয়োগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৫:৩১ পিএম

জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু  ও শামীম হায়দার পাটোয়ারী। ছবি- সংগৃহীত

জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও শামীম হায়দার পাটোয়ারী। ছবি- সংগৃহীত

মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার (৭ জুলাই) বিকেলে এই তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। 

জাতীয় পার্টির দপ্তর থেকে জানানো হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী মুজিবুল হক চুন্নুকে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম হায়দার পাটোয়ারী।

জাপার গঠনতন্ত্রের ২০(ক) ধারায় দলের চেয়ারম্যানকে এমন সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। এই ধারার ভিত্তিতে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তিনি যেকোনো নেতাকে বহিষ্কার করতে বা পদে পরিবর্তন আনতে পারেন।

এর আগে মহাসচিবের পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে দিয়েছিলেন জিএম কাদের। তখন ওই পদে আনা হয়েছিল মুজিবুল হক চুন্নুকে। কিন্তু এবার তাকেও সরিয়ে দেওয়া হলো।

এদিকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে ফের ভাঙনের সুর শোনা যাচ্ছে। প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি সপ্তমবারের মতো অভ্যন্তরীণ সংকটে পড়েছে।

গঠনতন্ত্রের ‘বিতর্কিত’ ২০(ক) ধারার কারণে জিএম কাদেরকে শীর্ষপদ থেকে সরাতে জোট বেঁধেছে বর্তমান কমিটির শীর্ষ নেতাদের একাংশ। তাদের সঙ্গে এক হয়েছেন ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বহিষ্কৃত বেশ কিছু নেতা।

বিদ্রোহী নেতাদের অভিযোগ, ২০(ক) ধারার মাধ্যমে জাপা চেয়ারম্যান কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই যে কাউকে অপসারণ কিংবা পদায়ন করতে পারেন।

এটি দলের গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এই ধারা সংশোধনের দাবি জানালেও জিএম কাদের তা আমলে না নেওয়ায় অসন্তোষ চরমে পৌঁছেছে।

বর্তমান মহাসচিব চুন্নুও বিদ্রোহী শিবিরের সঙ্গে যুক্ত থাকায় শেষ পর্যন্ত তাকে সরিয়ে পদে পরিবর্তন এনেছেন চেয়ারম্যান।

Shera Lather
Link copied!