অন্ধকারের শক্তি নির্বাচন ঠেকাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘ফেব্রুয়ারি মাসে যেহেতু তারিখ ঠিক হয়ে গেছে, তাহলে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। বসে থাকলে হবে না। যারা অন্ধকারের শক্তি, ষড়যন্ত্রের শক্তি, তারা নির্বাচনকে ঠেকাতে চায়। আর আমাদের উচিত হবে, যে যেখানে আছি নির্বাচনের সপক্ষে নেমে পড়ব। এর মধ্যে দিয়েই শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।’
যারা পিআর চায়, তারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায় উল্লেখ করে দুদু বলেন, ‘যারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। যারা নির্বাচনকে ভয় পায়, যারা অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তারাই এখন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।’
পিআর পদ্ধতি এখন যথেষ্ট নয় মন্তব্য করে তিনি বলেন, ‘যদি কেউ করতেও চায়, তাহলে জাতির সামনে তাদের কর্মসূচি তুলে ধরে ভোট করা উচিত। তারা যদি জয়লাভ করে, তাহলে পিআর করবে। কিন্তু বিএনপির ঘাড়ের ওপর চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না। এটির প্রতি জাতির কোনো সমর্থন নেই।’
১৫ বছরের লড়াইয়ের কথা উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, ‘আন্দোলন গত বছর শুরু হয়নি, এটি ১৫-১৬ বছরের দীর্ঘ লড়াই। এটি ছিল স্বৈরাচার হটানো, গণতন্ত্র ফিরিয়ে আনা, ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন। এখন কেউ কেউ পিআর পদ্ধতির কথা বলছেন। এটা নতুন ফাঁদ। জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে তারা নতুন পথ খুঁজছেন। এ চক্রান্ত সফল হবে না।’
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, ‘জুলাই-আগস্টকে স্মরণ করব আমাদের মর্যাদার জন্য, ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য। এটা এমন একটা জিনিস, এটাকে কখনো বিতর্কে নিয়ে যাওয়া উচিত হবে না। এই আন্দোলনে যারা ছিল, সবাই জাতীয় বীর। সবাই রক্ত দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘এই আন্দোলনে কিশোর, শ্রমিক, বয়স্ক থেকে শুরু করে সবাই একটি জাতীয় মুক্তির জন্য লড়াই করেছে। সেই জাতীয় মুক্তির কাজটি আমরা এখনো করতে পারিনি। জাতীয় মুক্তির কাজটি করতে হলে একটি নিরপেক্ষ সুষ্ঠু জাতীয় নির্বাচন দরকার।’
আপনার মতামত লিখুন :