শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৯:৩৫ পিএম

নির্বাচন বিলম্বিত করার সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে: প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৯:৩৫ পিএম

শহীদ মোহাম্মদ শাজাহানের প্রথম শাহাদাৎবার্ষিকী।  ছবি- রূপালী বাংলাদেশ

শহীদ মোহাম্মদ শাজাহানের প্রথম শাহাদাৎবার্ষিকী। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘নির্বাচন যতই বিলম্বিত হবে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ততই বিলম্বিত হবে। নির্বাচন ছাড়া শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। শহীদদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি—গণঅভ্যুত্থানের মাধ্যমে শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। বৈষম্যহীন ও বঞ্চনামুক্ত রাষ্ট্র গঠনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে ছাত্র গণঅভ্যুত্থানে নিহত ঘোষগাঁও নিবাসী শহীদ মোহাম্মদ শাজাহানের প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে কালো পতাকা হাতে মৌন মিছিলসহকারে ঘোষগাঁওয়ের জরিপাপাড়া গ্রামে শহীদ শাহজাহানের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদের মা, খালা ও অন্যান্য স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ও খোঁজখবর নেন।

স্মরণসভায় প্রিন্স বলেন, ‘ছাত্র গণঅভ্যুত্থানের ঐক্যকে অটুট রেখে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ সুগম করতে হবে। অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে অনৈক্য ও বিভেদ শহীদদের আত্মাকে কষ্ট দেবে। নানা নন-ইস্যুকে ইস্যু বানিয়ে সমাজে অস্থিরতা তৈরি করে পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত, ইসলামী আন্দোলন কিংবা এনসিপি প্রার্থী ছাড়া শুধুমাত্র প্রতীকের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে, অথচ নিজেরা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে মাঠে ভোট চাইছে। এটা ভণ্ডামির রাজনীতি ছাড়া আর কিছু নয়।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘অভ্যুত্থানের শক্তির মাঝে অনৈক্য ও বিভেদের সুযোগে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। গত কয়েকদিনের ঘটনাপ্রবাহই তা প্রমাণ করে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের বীরের মর্যাদা দেয়। বিএনপি ক্ষমতায় এলে সকল শহীদকে বীরের মর্যাদা দেওয়া হবে, শহীদদের নামে সড়ক বা শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। আহতদের যথাযথ পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করা হবে।’

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি। এতে শহীদ শাহজাহানের মা সাজেদা খাতুন, খালা মাজেদা খাতুন, জেলা বিএনপির সদস্য আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মনিক, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Shera Lather
Link copied!