বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, রুকনদের আর্থিক কুরবানীসহ দ্বীন ও দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। শত জুলুম অত্যাচারের পরও জামায়াতে ইসলামীকে তার আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত করা সম্ভব হয়নি।
জামায়াতের নেতাকর্মীরা যেমন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে, তদ্রুপ ছাত্র-জনতার আকাক্সক্ষা দুর্নীতি ও বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন ও ত্যাগ স্বীকার করবে। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
জুলাই সনদ ও ঘোষণাপত্র তৈরি ও বাস্তবায়ন করতে হবে। পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্য বন্ধসহ সংসদে সকল দলের প্রতিনিধিত্বভিত্তিক ও যোগ্য ব্যক্তিদের নিয়ে সংসদ গঠিত হবে এবং সকল ভোটারের ভোটের মূল্যায়ন হবে।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী দল ও শক্তির মধ্যে রাজনৈতিক পলিসিতে মতভিন্নতা থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ব্যাহত হয় এমন কাজ ও বক্তব্য পরিহার করতে হবে।
ইসলামী শক্তি ও সমমনা দলের ঐক্য কামনা করে মাওলানা আবদুল হালিম আরও বলেন, আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তি ও আলেম উলামাদের মধ্যে ঐক্য ও সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচনে ফ্যাসিবাদের বিলুপ্তি ঘটবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ২৬ জুলাই (শনিবার) সকাল থেকে দিনব্যাপী দিনাজপুর শহর, চিরিরবন্দর ও বীরগঞ্জের ৬টি পৃথক পৃথক রুকন (পুরুষ ও মহিলা) সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সঞ্চালনায় রুকন সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর দিনাজপুর-৪ আসনে এমপি প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনে এমপি প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-২ আসনে এমপি প্রার্থী অধ্যক্ষ আফজালুল আনাম, দিনাজপুর-৫ আসনে এমপি প্রার্থী মো. আনোয়ার হোসেন, দিনাজপুর-৩ আসনে এমপি প্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম ও দিনাজপুর-১ আসনে এমপি প্রার্থী মো. মতিউর রহমান, শহর আমীর সিরাজুস সালেহীন, সদর আমীর অধ্যাপক মেহেরাব আলী, বীরগঞ্জ উপজেলা আমীর ক্বারী আজিজুর রহমান, বিরল উপজেলা আমীর হাফেজ আব্দুর রশিদ, চিরিরবন্দর উপজেলা আমীর রাশেদুল হক, পার্বতীপুর উপজেলা আমীর ইউসুফ আলী, খানসামা উপজেলা আমীর ক্বারী আনিছুর রহমান, বোচাগঞ্জ উপজেলা আমীর মাওলানা আমিনুল হক ও কাহারোল উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন