ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রাজনৈতিক দলগুলোকেও নিজেদের কর্মকাণ্ড পর্যালোচনা করা উচিত: মঞ্জু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৯:৪৩ পিএম
ছবি- সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর উচিত নিজেদের কর্মকাণ্ডও নিয়মিতভাবে পর্যালোচনা করা- এমন মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকায় ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রদত্ত প্রস্তাবনার ১ বছর: অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের এক বছরের কর্মকাণ্ড যেমন মূল্যায়ন করা হয়, তেমনি রাজনৈতিক দলগুলোরও ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নিজেদের এক বছরের দলীয় কর্মকাণ্ড পর্যালোচনা করা দরকার। কেন বড় রাজনৈতিক দলগুলোর সমালোচনা সত্ত্বেও তাদের জনসমর্থন বেশি এবং সংস্কারপন্থী ছোট দলগুলোর সুনাম থাকা সত্ত্বেও সমর্থন কম- এ বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা উচিত।

তিনি আরও বলেন, ‘গত এক বছরে আমরা নানা পথ ও মতের মানুষের সঙ্গে মতবিনিময় করেছি, রাষ্ট্রের সংকট গভীরভাবে বোঝার চেষ্টা করেছি। কিন্তু রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কারে তেমন উদ্যোগ নেয়নি।’

সরকারের ব্যর্থতার প্রসঙ্গে তিনি বলেন, প্রধান ত্রুটি হলো কাজের অগ্রাধিকার সঠিকভাবে নির্ধারণ না করা। পাশাপাশি উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য হিসাব জমা না দেওয়া, জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থতা এবং নির্বাচন নিয়ে কোনো বিশেষজ্ঞ বা রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ না করাকে তিনি সমালোচনা করেন।

আহতদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও সরকারের সমন্বয়হীনতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, রাষ্ট্রীয় অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা সঠিকভাবে পৌঁছায়নি।