জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে পুরনো ব্যবস্থায় নির্বাচন যেন না হয়। নতুন ব্যবস্থার আলোকে নির্বাচন সম্পন্ন করতে হবে।”
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “বাজারে প্রচারণা চালানো হচ্ছে যে আমরা সংসদ নির্বাচন পিছিয়ে দিতে চাই। কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছি, নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আমরা আপত্তি করব না, তবে পুরনো ব্যবস্থার অধীনে নির্বাচন হলে তা দেশের জন্য ফলপ্রসূ হবে না। নতুন ব্যবস্থার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি বলেন, “গত ৫০ বছরে মানুষ দেখেছে, ক্ষমতা পেলে ভদ্রতা বজায় থাকে না।”
তিনি আরও বলেন, “বাহাত্তরের সংবিধান অকার্যকর। জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ। জুলাই ডকুমেন্টের ফাইনাল ড্রাফট আসার আগেই নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে চলে গেছেন। কিন্তু বিচারপতি, সংবিধান, রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশন সব জায়গায় সংস্কারের জন্য নতুন সংবিধানের বিকল্প নেই।”
আখতার হোসেন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন, “নতুন সংবিধানের বন্দোবস্ত না হলে আমরা আবারও রাজপথে নামতে দ্বিধা করব না। আমাদের শহীদরা দেশের গুণগত সংবিধানের জন্য জীবন দিয়েছেন। কাটাছেঁড়া সংবিধানের জন্য তরুণরা জীবন দেননি। ভবিষ্যত প্রজন্মকে মৃত্যুর মুখোমুখি করবেন না।”
তিনি যোগ করেন, “পূর্ণাঙ্গ ও কার্যকর জুলাই সনদ চাই। বর্তমান সরকারের আমলেই এটি বাস্তবায়ন করতে হবে। দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান, জুলাই সনদের আইনি ভিত্তি ফিরিয়ে দিতে হবে।”

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন