ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

তোফায়েল আহমেদ মারা গেছেন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১১:২১ পিএম
সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক এমপি আলী আজম মুকুলের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন।

জানা গেছে, কয়েক বছর ধরেই হুইলচেয়ারে চলাফেরা করতেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।

তোফায়েল আহমেদ নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে এমপি হন। এছাড়া তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।