গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন যে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কারের নামে আসলে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, ‘সংস্কার ও বিচারের ট্যাবলেট খাওয়ানো হলেও বাস্তবে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই সরকার জনগণের ওপর দায় চাপাতে চায়, অথচ এই দায় জনগণের নয়, সরকারের। কিছু উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে যদি ভুল হয়, তবে সেই দায় বর্তমান সরকার ও বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজো কমিটিকেই নিতে হবে।’
রাশেদ খান অভিযোগ করেন, নির্বাচনের বিষয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন নয়।
তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া সঠিক নয়। কারণ, সনদের পুরোপুরি বাস্তবায়ন বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়। এই দায়িত্ব নিতে হবে আগামী সরকারকে।’
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘ভারত চায় আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হোক। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দিচ্ছে।’