ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

আগামীতে নির্বাচিত সরকার চুয়াডাঙ্গাবাসীর উন্নয়নে কাজ করবে: দুদু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ১০:৫৩ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। ছবি- সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, আগামীতে দেশের নির্বাচিত সরকার চুয়াডাঙ্গাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবে।

রুপালী বাংলাদেশের সঙ্গে একান্ত সাক্ষাৎকালে তিনি বলেন, দেশের প্রতিটি এলাকায় কিছু সমস্যা রয়েছে। পাশাপাশি সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন সমস্যাও সৃষ্টি হয়। আমার নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চল মূলত কৃষিপ্রধান। এখানে কৃষির যথাযথ উন্নয়ন হয়নি। একই সঙ্গে শিক্ষা উন্নয়ন ও শিল্পের প্রসারও ঘটেনি।

তিনি বলেন, চুয়াডাঙ্গায় প্রকৃতপক্ষে কোনো শিল্পাঞ্চল নেই বললেই চলে। কৃষি ক্ষেত্রে এখনও সংকট বিদ্যমান। আগামীতে নিশ্চয়ই নির্বাচিত সরকার এই অঞ্চলের আধুনিকায়ন এবং সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

শামসুজ্জামান দুদু আরও বলেন, আমার অনুভূতি ও আবেগের সঙ্গে মিশে আছে চুয়াডাঙ্গা। মহান মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গার ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। এটি ছিল প্রতিরোধ ও সংগ্রামের অন্যতম কেন্দ্র, যার সঙ্গে সবার আবেগ জড়িত। তবে সেটি এখনো স্বীকৃতি পায়নি। ইতিহাস-ঐতিহ্যে ঘেরা এই অঞ্চল ছিল রবীন্দ্রনাথের চারণভূমি।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সার্বিক দিক থেকে এই অঞ্চলের মানুষের যা প্রাপ্য ছিল তা মেলেনি। আগামীতে নির্বাচিত সরকার সেটি নিশ্চিত করবে বলে আমি আশাবাদী।