ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী কর্ণফুলী ট্রেনে সেনাবাহিনী ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে ২৭০ কেজি বাসমতি চাল, ১০২ কেজি কিশমিশ ও ৩৩৭ কেজি ফুচকা। মালিক না থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রেলওয়ে পুলিশ এ তথ্য জানায়। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রেলওয়ে স্টেশনে যাত্রা-বিরতি থাকা কর্ণফুলী ট্রেনে এ অভিযান চালানো হয়। রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী ট্রেনের লাগেজ ভ্যানের ভেতর করে অবৈধভাবে ভারতীয় বিভিন্ন মালামাল কৌশলে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।