চট্টগ্রামের আনোয়ারায় ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বক্তিয়ারপাড়া তরতিলুল কোরআন মাদ্রাসা হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের মোজাহারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন ও সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং মাওলানা এস এম এরশাদ উল্লা ও মাওলানা মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বক্তিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা কারি শিব্বির আহমদ।
বক্তারা মানুষের দৈনন্দিন জীবন সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে রাসুলের (সা.) সিরাতের প্রয়োজনীয়তা তুলে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্রে সিরাতের বাস্তবায়নের গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষ সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।