ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

বাসের ধাক্কায় মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:২৪ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে বাসের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাড়ি থেকে সাইকেল চালিয়ে আবদুল খালেক মহাসড়ক দিয়ে যাওয়ার সময়, ঢাকামুখী বেপরোয়া চয়েস পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়।এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত আবদুল খালেক (২৮)উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়াস্থ আবদুল নবী মাস্টার বাড়ির আবদুল হাদী দুলালের ছেলে। সেই কুমিরা ইসলামীয়া আরবিয়া মাদ্রাসা সাবেক ছাত্র। উক্ত বিষয়টি নিশ্চিত করেন, বারআউলিয়া থানার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মমিন।