ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

ওরশ থেকে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:১৩ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওরশ থেকে তুলে নিয়ে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. আসমত আলী ওরফে আছু (৩৮)।

ভুক্তভোগী তরুণীর পরিবারের অভিযোগ, ওই মেয়ে রাতের দিকে স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরশে যান। রাতে প্রতিবেশী আসমত আলী ওই তরুণীতে ওরশ তাকে তুলে নিয়ে যান। পরে দয়াকান্দা খালপাড়ের নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে।

মেয়েটির মা অভিযোগ করে বলেন, অনেক আকুতি করেও ধর্ষণের হাত থেকে বাঁচতে পারেনি প্রতিবন্ধী মেয়েটি। ঘটনার পর সে বাড়ি ফিরে বিষয়টি আমাদের জানায়। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দিয়েছি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর ওই বাড়িতে ওরশের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসানো হয়। তবে এবার কোনো প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি, ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই অঘটন ঘটেছে।

ওরশের আয়োজক দেওয়ান শাহীন বলেন, আমার বাড়িতে ওরশের আয়োজন হয়েছে। কিন্তু সেখান থেকে তুলে নিয়ে কাউকে ধর্ষণের ঘটনা ঘটেছে কি-না তা আমি জানি না। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।