আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ‘গণভোট হোক বা সাংবিধানিক আদেশ, যেকোনো প্রক্রিয়াতেই হোক না কেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে জাতীয় জাদুঘরে ‘জুলাই সনদের বাস্তবায়ন কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সেমিনারের আয়োজন করে।
সারোয়ার তুষার বলেন, ‘সরকার চায় জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সব পক্ষকেই খুশি রাখতে। এ জন্য ঐকমত্য কমিশন সংবিধানের ১০৬ ধারার মাধ্যমে আদালতের সিদ্ধান্তের কথা বলছে। তবে সংবিধান বাস্তবায়নের জন্য গণঅভ্যুত্থান প্রয়োজন নেই। চাইলে আমরা এখনই নতুন সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত নিতে পারি।’
তিনি আরও বলেন, ‘আদালত নয়, যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
বক্তারা সেমিনারে সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা যদি সমাধান করা না যায়, তবে আবারও ওয়ান-ইলেভেনের মতো রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।