গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ভারত ও নিষিদ্ধ আওয়ামী লীগের যৌথ ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। দেশের সাধারণ জনগণই ষড়যন্ত্র মোকাবিলা করবে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রামপুরা থানার উদ্যোগে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই কথা বলেন।
আবু হানিফ বলেন, ‘নিষিদ্ধ দল আওয়ামী লীগ যখন অবৈধভাবে ক্ষমতায় ছিল তখনো আগুন দিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলের নেতাদের ফাঁসাত। জুলাই মাসের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়ে এখন আবার সেখান থেকে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার ষড়যন্ত্র করছে এই নিষিদ্ধ দল।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। জুলাইয়ে ছাত্র-জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা পারেনি। ৫ আগস্ট তারা দেশ ছেড়ে পালিয়েছে, আর সেই পালানোই তাদের রাজনীতির শেষ অধ্যায়। এখন ককটেল মেরে, আগুন সন্ত্রাস চালিয়ে ফের রাজনীতিতে ফিরে আসতে চায় তারা। কিন্তু তা আর সম্ভব নয়।’
আবু হানিফ দাবি করেন, দেশের সাধারণ মানুষ এখন আওয়ামী লীগের এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। মানুষই তাদের প্রতিহত করবে। দেখবেন, দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিয়ে তাদের পালিয়ে যেতে বাধ্য করছে, বলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, ভারত ও আওয়ামী লীগ মিলে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জনগণ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করবে। কোনো অপশক্তিই ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম রতন, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম, সহসভাপতি রাকিবুল হাসান ও অপূর্ব আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সাব্বির প্রমুখ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন