ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, একতরফা নির্বাচনে ভারতের সরাসরি ভূমিকা ছিল এবং শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে দিতে হবে। ‘শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর হতে পারে না,’ মন্তব্য করেন তিনি।
বিএনপি-জামায়াতকে সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত গণঅভ্যুত্থানে আমাদের শরিক দল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের তফসিল এখনো ঘোষিত হয়নি, অথচ তারা অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে।’
একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে উদ্দেশ করে বলেন, ‘ভারতকে বলছি, নির্বাচনে ডিস্টার্ব করতে আসবেন না। এখানে অনেক ব্যবসা আছে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ায় বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।’
তিনি আরও প্রতিশ্রুতি দেন, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ‘আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাবো না। সিট বণ্টনের পলিটিকস বাংলাদেশে আর চলবে না।’
এদিকে, আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যেসব ‘পরিস্থিতি’ তাকে ভারতে এনেছে, সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে।



