বরিশালের মীরগঞ্জ এলাকায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া।
এক বিবৃতিতে তারা দাবি করেন, নবনির্মিত সেতুর ঠিকাদারের কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা চালায়। দলটির নেতৃবৃন্দের অভিযোগ, ফুয়াদ অনিয়মের প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে হামলা করে।
এবি পার্টির নেতারা বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিবেশে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
তারা আরও উল্লেখ করেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি ও হামলার মাধ্যমে দমন করা গণতন্ত্র ও মানবাধিকারকে দুর্বল করে দেয়।’
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ‘বিএনপি-সংশ্লিষ্ট স্থানীয় কয়েকজন নেতা—রাজন সিকদার, আতিক আল আমীন, ফেরদৌস এবং হাসানুজ্জামান খোকন—এই হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে।’
এবি পার্টি আরও অভিযোগ করে, হামলার আশঙ্কার বিষয়ে আগের দিন পুলিশ সুপার (এসপি) অফিসকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যা দলটির মতে হতাশাজনক।
বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে এবি পার্টি।
এ ছাড়া, দলের কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের সত্য, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় থাকার আহ্বান জানান।


