প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে। যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে আগামী শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে এই বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকে যোগ দিতে আজ বুধবার (১১ জুন) লন্ডন যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, মঙ্গলবার অথবা আজ বুধবার সকালে খসরু ভাই লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠকে যোগ দেবেন।
বিষয়টি সম্পর্কে জানার জন্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে আমীর খসরুর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম বলেন, স্যার বুধবার লন্ডনে যাচ্ছেন।
প্রসঙ্গত, আজ ঢাকায় মির্জা ফখরুল জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি।
এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা বক্তব্য দিয়ে বিএনপিতে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চট্টগ্রামের দুই সন্তান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। দুজনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও চট্টগ্রামের সন্তান।
এ কারণে বিএনপির হাইকমান্ড (তারেক রহমান) লন্ডনে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ডেকে নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন