ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাই তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন: রুমা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৭:৫২ পিএম
আরিফা সুলতানা রুমা। ছবি- সংগৃহীত

সব মতভেদ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মেনে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় প্রার্থী হিসেবে মেনে নিয়ে তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

বুধবার (২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহরে উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এক আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এই মিছিলটি আয়োজন করা হয় কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেওয়ার খবরে তাকে অভিনন্দন জানাতে।

রুমা বলেন, ‘এই আসনে চাটমোহর থেকে অনেকেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছেন। আমিও একজন মনোনয়নপ্রত্যাশী ছিলাম। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তারেক রহমান যাকে যোগ্য মনে করেছেন, আমরা সেটা মেনে নেব। এখনও যারা দ্বিধায় আছেন, আমি বলব তাদের উচিত তুহিন ভাইকে বিজয়ী করার জন্য কাজ শুরু করা।’

তিনি আরও বলেন, ‘আজ শুধু তুহিন ভাইকেই নয়, অতীতেও বিভিন্ন আসনে এভাবে যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এটি নতুন কিছু নয়। যোগ্যতা ও প্রাসঙ্গিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এই আসনে যদি তুহিন ভাইয়ের চেয়ে যোগ্য কাউকে পাওয়া যেত, তাহলে হয়তো তাকে মনোনয়ন দেওয়া হতো না। তাই এখন আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা, ধানের শীষকে বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।’