বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মনে করেন, জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘গণতান্ত্রিক উত্তরণ: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ‘যদি ৫ আগস্ট সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয় তাহলে সেটা যেই মাসেই হোক না কেন, সেটি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হবে।’
সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে মঈন খান বলেন, ‘এই পদ্ধতির গভীরে গেলে দেখা যায়, এতে জনগণ ব্যক্তি নয়, দলকে ভোট দেয়। অথচ আমাদের সামাজিক বাস্তবতায় সেটি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।’
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন