বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে। তিনি উল্লেখ করেন, ওয়ান ইলেভেনের মাধ্যমে আওয়ামী লীগ যে মিথ্যা ইতিহাস তৈরি করেছে, তা দেশের জনগণের সামনে আনা প্রয়োজন।
শনিবার (১৬ আগস্ট) প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ড. মঈন খান এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, “পরবর্তীতে ভোটার লিস্ট করা সত্য হলেও সেই ভোট পুরোপুরি নিয়ন্ত্রিত ছিল। ২০০৮ সালের নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে, তার পরিকল্পনা করা হয়েছিল। এইভাবে বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল।”
তিনি আরও বলেন, “ওয়ান ইলেভেনের মাধ্যমে পরিকল্পিতভাবে সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল, যার ফলে পরবর্তী ১৫ বছরে দেশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শিক্ষা ব্যবস্থা ও দেশের অন্যান্য ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে।”
ড. মঈন খান অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলা হয়েছে। প্রায় ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। তবে দেশের মানুষ কখনো আধিপত্যবাদ মেনে নেয়নি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে। আমরা আশা করি নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করে ভোটের তারিখ নির্ধারণ করবে।”