আসন্ন নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে ধনী-গরিবের বৈষম্য দূর করে দেশের এবং মানুষের উন্নয়নের মাধ্যম বিশ্বদরবারে বাংলাদেশকে মডেল ও অনুকরণীয় দেশে রূপান্তর করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নির্বাচনি প্রচারণায় গিয়ে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বৈরাচারী হাসিনার সরকার মানুষের ভোটের ও বাক-স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছিল। মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য সৃষ্টি করেছিল। দেশকে লুটেপুটে খেয়ে সাধারণ মানুষের টাকা বিদেশে পাচার করেছিল। চকরিয়া-পেকুয়াসহ দেশের সর্বত্র ডাকাত লুটেরাদের রামরাজত্ব কায়েম করেছিল। তাই জনগণ আন্দোলন করে তাদের বিরুদ্ধে। এতেই সদলবলে হাসিনাকে পালাতে হয়েছে।’
গণসংযোগ ও পথসভায় সালাহউদ্দিন আহমদের সাথে ছিলেন তার সহধর্মিণী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ চকরিয়া ও পেকুয়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন