এবার পাতানো বা প্রহসনের কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত আমরা দেখতে পাচ্ছি। যারা এসব অপকর্মের পরিকল্পনা করছেন, তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, মানুষ অতীতে রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও রক্ত দিয়ে সে পরিবর্তন প্রতিষ্ঠিত করবে। এ জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দেব না।’
শনিবার (৫ জুলাই) সকালে ফেনীর উদ্দেশে রওনা হয়ে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘ছাত্র, যুবক, শ্রমজীবী মানুষ অতীতেও বুক চিতিয়ে লড়েছে নিজেদের অধিকার আদায়ের জন্য। আগামীতেও সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে সামনে এগিয়ে আসতে হবে। আমাদের লড়াই কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়। এ লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। সে ফ্যাসিবাদ পুরোনো হোক কিংবা নতুন, যতদিন তা থাকবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যা হবে আমাদের কিশোর, তরুণ ও যুবসমাজের জন্য নিরাপদ। যেখানে তারা স্বাধীনভাবে নিশ্বাস নিতে পারবে। চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা সবাইকে আল্লাহর নির্দেশিত পথে আহ্বান জানাই।’
আলোকচর বিশ্বরোডের ওই পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভা পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মাহবুবর রহমান।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো. শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন এবং অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন প্রমুখ।
উল্লেখ্য, আজ ফেনীতে রোকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। এ উপলক্ষে সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লায় একাধিক পথসভায় অংশ নেন তিনি।