শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে তাকে গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি বলেন, ‘তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আবু সাঈদের মতো যারা বুক চিতিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, যারা নিঃস্বার্থভাবে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সবাইকেই আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। জাতির উচিত আজ তাদের দিকে ফিরে তাকানো, তাদের রক্তের ঋণ স্মরণ করে নিজেদের দায়িত্বকে উপলব্ধি করা।’
গত বছরের এই দিনে, ১৬ জুলাই নিরস্ত্র অবস্থায় দুই হাত প্রসারিত করে গুলির মুখে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। তার সেই সাহসিকতা, আত্মত্যাগ এবং আদর্শ শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেই সীমাবদ্ধ ছিল না। বরং তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি সচেতন, প্রতিবাদী ও মুক্তিকামী মানুষের হৃদয়ে।
আজ তার শাহাদাতের এক বছর পূর্ণ হলো। সময় পেরিয়ে গেলেও জাতির হৃদয়ে অম্লান হয়ে আছেন শহীদ আবু সাঈদ। প্রতিরোধের প্রতীক হয়ে, ন্যায়ের অনল জ্বালিয়ে।