বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, গবেষক, লেখক ও শিক্ষাবিদ প্রফেসর এমিরেটাস ড. এম. শমশের আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৩ আগস্ট) এক শোকবার্তায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ড. শমশের আলীর ইন্তিকালে দেশ এক গুণী শিক্ষক ও গবেষককে হারাল। তার মৃত্যু দেশের বিজ্ঞান, শিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, ড. শমশের আলী শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন একজন আলোকবর্তিকা। তত্ত্বীয় পদার্থবিজ্ঞান ও বিজ্ঞানের দর্শন নিয়ে তিনি নিরলসভাবে গবেষণা করে গেছেন। দেশ-বিদেশে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ ও গ্রন্থ পাঠক ও গবেষকদের আলোকিত করেছে। তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অন্যতম পথিকৃৎ।
মিয়া গোলাম পরওয়ার জানান, ব্যক্তিগত জীবনেও ড. শমশের আলী ইসলামী আদর্শ ও অনুশাসন মেনে চলতেন। একজন শিক্ষাবিদ হিসেবে তিনি তার ছাত্রদের মাঝে যে আলোকচ্ছটা ছড়িয়ে দিয়েছেন, তা আগামীর প্রজন্মের জন্য চিরস্থায়ী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
জামায়াত নেতার ভাষায়, আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :