জাতির আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করে একটি দলের প্রত্যাশিত জুলাই সনদ উপস্থাপন করা হলে জাতি সেই সনদ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজিত গণমিছিলপূর্বক অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ছাত্র-জনতার ৩৬ দিনের আন্দোলনের পর আওয়ামী লীগ ক্ষমতা হারায় এবং জাতি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে। সেই বাংলাদেশ গঠনে রাষ্ট্রীয় সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তিনি বলেন, জনগণের দাবির পর অন্তর্বর্তীকালীন সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করলেও একটি দল তা উপেক্ষা করছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দুই সহস্রাধিক ছাত্র-জনতার আত্মদান এবং ৫০ হাজারেরও বেশি আহত যোদ্ধার আত্মত্যাগকে আইনি স্বীকৃতি দিতে হবে। প্রত্যাশিত ঘোষণাপত্র উপস্থাপন না হলে জনগণ সরকারের ঘোষণাপত্র গ্রহণ করবে না।
তিনি বলেন, জুন হোক বা ফেব্রুয়ারি নির্বাচনের আগে রাষ্ট্রীয় সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতেই হবে। একদিকে নির্বাচনের ঘোষণা দিয়ে অন্যদিকে এক দলের সঙ্গে বিদেশে গোপন বৈঠক করে নির্বাচন পেছানোর বার্তা জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :