বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি সমাপনী ভাষণে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জামায়াতে ইসলামী ৫-দফা গণদাবি দেশবাসীর সামনে তুলে ধরেছে। এর মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সংগঠনটি।
জুবায়ের আরও বলেন, ৫-দফা দাবিকে ঘিরে জনগণের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক সাড়া তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারের উচিত জনগণের যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা। অন্যথায় জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এবং সদস্য মোবারক হোসাইন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ডেলিগেটরা পোলিং এজেন্টদের করণীয় ও করণবিধি নিয়ে মতামত তুলে ধরেন।