ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হলো : শিশির মনির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১০:৫৫ এএম
অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর শীর্ষ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ জ্যেষ্ঠ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হয়েছে। পাশাপাশি জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির প্রবর্তনন সংস্কারের গুরুত্বপূর্ণ অগ্রগতি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আদেশ অনুমোদনের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আদেশের মূল বিষয়বস্তু তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে অনুষ্ঠিত এই গণভোটে জনগণ একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানাবেন।

তিনি বলেন, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই ব্যাহত হবে না।

গণভোট আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় আইন যথাসময়ে প্রণয়ন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

জুলাই সনদ বাস্তবায়নের এই অগ্রগতি রাজনৈতিক সংস্কার ও ক্ষমতার ভারসাম্যের নতুন দিগন্ত খুলে দেবে বলে মত প্রকাশ করেন সংবিধান বিশেষজ্ঞরা।