ইসলামে শিক্ষা শুধুমাত্র জ্ঞানার্জনের জন্য নয়; এটি আত্মশুদ্ধি, ন্যায়পরায়ণতা এবং আমানতের প্রতি দায়িত্ববোধ জাগানোর একটি গুরুত্বপূর্ণ উপায়। এমনটাই মনে করেন ঢাকা ১৩ আসনের প্রার্থী মোঃ মোবারক হোসাইন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর (মধ্য) থানা জামায়াতের আয়োজনে শ্যামলী প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘আদর্শ শিক্ষক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আদর্শ শিক্ষাই মানুষকে সত্য ও ন্যায়ের পথে স্থির রাখে এবং এটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার মূল ভিত্তি।’
মোবারক হোসাইন বলেন, ‘কুরআন-হাদিসে শিক্ষা ও চরিত্র গঠনের প্রতি যে তাগিদ এসেছে, তা বাস্তবে প্রয়োগ করতে পারলেই মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব। তার বক্তব্যে শিক্ষকদের মধ্যে নৈতিক জাগরণ ও সামাজিক দায়িত্ববোধের নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।’
তিনি বলেন, ‘শিক্ষকেরা হলেন এই সমাজকে আদর্শ জাতি হিসেবে গড়ে তোলার প্রধান কর্ণধার। আপনাদের বিভিন্ন দাবিদাওয়া পূরণের জন্য কখনো রাস্তায় যেতে হবে না। যদি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রই আপনার চাওয়া ও পাওয়ার বিষয়গুলি পূরণ করবে, ইনশাআল্লাহ,’ তিনি বলেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরী মজলিসের শুরা সদস্য ও মোহাম্মদপুর থানা মধ্য-এর আমির মোহাম্মদ মশিউর রহমান। মোবারক হোসাইন আরও বলেন, সমাজে শিক্ষার গুরুত্ব না থাকার কারণে অন্যায় ও অবিচারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং কিশোর গ্যাং সম্প্রসারণের মতো সমস্যা বাড়ছে। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, একটি পূর্ণাঙ্গ ইসলামি জীবন ব্যবস্থা সমাজে ন্যায় এবং মানবিকতা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে, কিশোর গ্যাং মুক্ত সমাজ উপহার দিতে সক্ষম।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের নির্বাচনি পরিচালক ডা. মো. শফিউর রহমান, অ্যাডভোকেট আজহার মুন্সী, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শেরেবাংলা নগর থানা আমির মো. আব্দুল আওয়াল আজম, জৈনপুরী পীর সাহেব হযরত মাওলানা মাহবুবুর রহমান, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ড. মইনুদ্দীন চৌধুরী, স্টেট কলেজের প্রফেসর জাকারিয়া হোসাইন, মোহাম্মদপুর গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহম্মদ সাজেদুল হক, কিং খালেদ স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল এবিএম শামসুদ্দিন এবং অন্যান্য স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
ডা. মো. শফিউর রহমান বলেন, ‘একটি সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকেরা তাদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করবেন। সমাবেশের সমাপ্তিতে মোবারক হোসাইন দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, যদি মানবিক রাষ্ট্র গঠনে সহযোগিতা পাওয়া যায়, তবে শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে, ইনশাআল্লাহ।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন