জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা-স্বাস্থ্যসুবিধার ক্ষেত্রে পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠী সমানভাবে বঞ্চিত। পাহাড়ের উন্নয়ন ঘটাতে হলে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘পাহাড়ে অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি ঘটলে এর সুফল সবাই ভোগ করবে।’
সোমবার (২১ জুলাই) বিকেলে খাগড়াছড়ির মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এর আগে খাগড়াছড়ি জেলা শহরের নারকেল বাগান থেকে একটি পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
এনসিপির দক্ষিণাঞ্চল সংগঠক অ্যাডভোকেট মনজিলা জুমার সভাপতিত্বে এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও খাগড়াছড়ি জেলা সংগঠক থুইছিং মারমা প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
পাহাড়কে অশান্ত করে একটি বিশেষ গোষ্ঠী যেন রাজনৈতিক সুবিধা নিতে চায়, এমন অভিযোগ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আধিপত্যবাদের কোনো স্থান বাংলাদেশে নেই।’
তিনি আরও বলেন, ‘নতুন দল বা নতুন শক্তিকে কেউ সুযোগ দিতে চায় না। কিন্তু আমরা সব বাধা অতিক্রম করে নাগরিক পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই।’
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন জাতীয় ঐক্যের সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সে সুযোগ আমরা হারাতে চাই না। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমাদের এই ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে।’