মাগুরার শ্রীপুর উপজেলার আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু আছিয়ার পরিবারকে দুটি গাভী, একটি বাছুর ও গোয়ালঘর উপহার দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের হাতে উপহার আনুষ্ঠানিকভাবে তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমির এমবি বাকের, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, গত ৬ মার্চ আট বছর বয়সী শিশু আছিয়া নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। গত ১৭ মে আদালত অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
ঘটনার পরদিন ৭ মার্চ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আছিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন এবং তাদের স্বাবলম্বী করতে গাভী ও গোয়ালঘর দেওয়ার ঘোষণা দেন।
জামায়াত নেতা মোবারক হোসাইন বলেন, ‘আছিয়ার পরিবার অত্যন্ত দরিদ্র। তার বাবাও অসুস্থ। পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। এ অবস্থায় তাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে গাভী, বাছুর ও একটি পাকা গোয়ালঘর দেওয়া হয়েছে। গাভীগুলো থেকে দুধ পেয়ে তারা দৈনন্দিন জীবনে স্বস্তি পাবে বলে আশা করছি।’
গরুর খাদ্য এবং প্রাথমিক চিকিৎসাসহ অন্যান্য সহায়তাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আছিয়ার মা আয়েশা বেগম বলেন, ‘জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সহযোগিতা পেয়ে আমি খুশি। আমিরে জামায়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’