মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা ও ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ সোমবার রাতে (১০ নভেম্বর) অভিযান চালিয়ে পাঁচ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ. খ. ম. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, মফিজুর রহমান ও আনিসুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে দড়গ্রাম ইউনিয়নের তেবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। ব্যাংকের সিকিউরিটি গার্ড মোতালেব ঘটনাটি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরদিন সোমবার রাতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে সাটুরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
অন্যদিকে, একই রাত ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের একাংশ। পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, “অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় ব্যাংক ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করেছেন। পুলিশের পক্ষ থেকেও আরেকটি নাশকতা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে পূর্বেও ধর্ষণ, হামলা ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন