ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

দেশে হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৫:৪৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি- সংগৃহীত

বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেব না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা উপলক্ষ্যে পথসভায় তিনি এসব বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কেউ ষড়যন্ত্র করে আমাদেরকে বার বার হত্যা এবং খুন করতে আসে ততবার আমরা জেগে উঠে বলব, বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেব না।’

তিনি বলেন, ‘চাঁদপুরে আমার জন্ম এবং এখানকার মাটিতেই আমাকে মিশে যেতে হবে। চাঁদপুরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও বালুখেকোদের প্রশ্রয় দেওয়া হবে না। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না।’

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘চাঁদপুরের অনেক গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে বহু মানুষ তাদের বসতবাড়ি হারিয়ে বিভিন্ন স্থানে ছিন্নমূল হয়ে বসবাস করছে। এসব মানুষের চোখের দিকে তাকিয়ে হলেও আল্লাহর ওয়াস্তে আপনারা চাঁদপুরকে রক্ষার জন্য ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকুন।’