ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অসুস্থতা অনুভব করলে তিনি নগরীর নেক্সাস হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।
নেক্সাস হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার জানান, কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন হাসনাত আব্দুল্লাহ। হাসপাতালে আসার পর তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রিপোর্টগুলো ভালো এসেছে। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে সন্ধ্যায় নগরীর টাউন হল মাঠে এনসিপির গণজমায়েতে বক্তৃতা দেয়ার পর অসুস্থতা বোধ করেন তিনি। নাহিদ ইসলামের বক্তব্যের আগেই তিনি মঞ্চ ত্যাগ করে নেতা-কর্মীদের সহায়তায় হাসপাতালে যান।
চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাবেশে টানা বক্তৃতা দেওয়ার ফলে তার গলায় সমস্যা হচ্ছিল এবং কথা বলতেও কষ্ট হচ্ছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং বিশ্রামে রয়েছেন।
হাসনাত আব্দুল্লাহকে চিকিৎসা প্রদান করেন নেক্সাস হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. জহির মো. শরীফ।
স্থানীয় এনসিপি নেতারা জানান, নেত্রকোনার এক সমাবেশেও তিনি শরীর খারাপের কারণে শুরুতে বক্তব্য দিতে পারেননি। তবে জনতার অনুরোধে শেষ মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।