এক বছরের সীমাবদ্ধতা ও ব্যর্থতা তুলে ধরতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা পারি নাই, সেনাবাহিনীসহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে।’
রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আজ এক বছর পর এসে আমরা আমাদের সীমাদ্ধতার কথা, ব্যর্থতার কথা বলতে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা পারিনি সেই পুরোনো সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান করতে। আমরা পারিনি ফ্যাসিবাদের যে স্তম্ভ ছিল, যে দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী ছিল, যেই লোটেরা অর্থনীতি ছিল, সেটি ভেঙ্গে দিতে।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা পারি নাই যে, ফ্যাসিবাদের যে সাংস্কৃতিক ভিত্তি ছিল, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারের দোসররা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করতে। আমরা পারি নাই, সেনাবাহিনীসহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজ আবারও এই শহীদ মিনারে জড়ো হয়েছি, আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে।’
পরে এনসিপির পক্ষ থেকে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন নাহিদ ইসলাম।