ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মাহিন-সোহেলকে নির্বাহী কাউন্সিলে অন্তর্ভুক্ত করল এনসিপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:১৫ পিএম
মাহিন সরকার ও ফরহাদ সোহেল। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাহী কাউন্সিলে মাহিন সরকার ও ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে অন্তর্ভুক্ত করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অন্তর্ভুক্তির বিষয়টি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহিন সরকারকে যুগ্ম সদস্য সচিব হিসেবে এবং ফরহাদ সোহেলকে জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আজ থেকে এই অন্তর্ভুক্তি কার্যকর হবে।

গত ২৭ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এর আগে গত ১৮ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল।