বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে এই বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি এনেছে। এ পরিস্থিতি বজায় রাখতে হলে অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের ঝুমুরের ইলিশ চত্বরে গণমিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।
জেলা বিএনপির আয়োজনে লক্ষ্মীপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পুরাতন গোহাটার বাসভবন থেকে শুরু হয়ে চকবাজার-উত্তর তেমুহনী হয়ে ঝুমুর ইলিশ চত্বরে গিয়ে মিলিত হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
শেখ হাসিনার ফাঁসি দাবি করেন এ্যানি বলেন, বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার যে দুঃশাসন দেখেছেন। স্বাধীনতার পর ৭২ সালে তার পিতার নেতৃত্বে এ দুঃশাসন ছিল, দুর্নীতি ছিল, অত্যাচার ছিল, নির্যাতন ছিল, খুনখারাবি ছিল, গুম-খুন ছিল। বাপ-আর বেটির মধ্যে কোনো পার্থক্য নাই। বাবাও পালিয়েছে, স্বাধীনতা যুদ্ধের সময় দেশে ছিলেন না। আর ৫ আগস্ট পালিয়েছেন হাসিনা। পালিয়ে গেলেও, ষড়যন্ত্র পালায়নি। তারা যে টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে। বাহিরে বসে বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
সবাই মিলে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করার কথা জানিয়ে এ্যানি বলেন, ৫ আগস্ট আমরা রাস্তায় নেমে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, এখনও আমাদেরকে তারেক রহমানের নেতৃত্বে সজাগ ও সতর্কতার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী ও মজবুত করতে হবে। তারেক রহমান শুধু এককভাবে বিএনপিকে ক্ষমতায় আনতে আন্দোলন করেননি। দেশ রক্ষার জন্য আন্দোলন করেছে। জনগণকে রক্ষার আন্দোলন করেছে।
জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয় জানিয়ে বিএনপি নেতা এ্যানি বলেন, আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি। তার আদর্শ ধারণ করি। বাংলাদেশে আধুনিক রাজনীতির জন্য জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়। জিয়াউর রহমানকে নিয়ে আমরা গর্ব করি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন